কাজী জহির উদ্দিন তিতাস

কবিতা - বাংলা ভাষা

লেখক: কাজী জহির উদ্দিন তিতাস

বাংলা ভাষা আমাদের
সকলের প্রাণ।
বাংলা ভাষা দিয়ে গাই
সুখ-দুঃখের গান।
বাংলা ভাষা আমাদের
আশার আলো।
এই ভাষাতে গান গাইতে
লাগে সবার ভাল।
বাংলা ভাষা আমাদের
মায়ের ভাষা।
এই ভাষাকে নিয়ে মোদের
সবার ভালবাসা ॥

২২৫
মন্তব্য করতে ক্লিক করুন