ধাক্কা পাঠালে খোলে,
ধাক্কা ঢুকালে গোল–
এ-গোল ফুটবলের না
না এ-গোল গোল-আলুর না
না এ-গোল গোল-মরিচের না
না এ-গোল তালগোলের না
না এ-গোল গণ্ডগোলের না
না এ-গোল গোলপাতার না
না এ-গোল রসগোল্লার না
না এ-গোল ভূগোলের না
এ-গোল ‘ultimate goal’ না…
এ-গোল বানায়া ঢুকতে পারে,
ঢোকে পিছায়া বারায় ঢোকে
বারায় ঢোকে বারায় like টাকি, গজার, শোল;
নারী-পুরুষ খায় আর মাখায় কাঁচা মাছের ঝোল।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন