এই হৃদয় এই প্রান
মোঃ শামছুউদ্দিন হাওলাদার
তুমি আছো আমার হৃদয়ের গহীনে,
তুমি ছাড়া বাঁচি কেমনে।
তুমি আমার আঁধার ঘরের চাঁন্দের আলো,
তোমায় দেখতে লাগে ভালো।
তুমি আমার নিশ্বাস,করি তোমায় বিশ্বাস।
তুমি স্বপ্ন ছড়াও মনে,
ভালোবাসি তাই আপণ মনে।
তুমি দিলে আশা প্রাণে,মন ছুটে যায় তোমার পানে।
তুমি মনের বাগানে ফোঁটালে ফুল,
ভালোবাসি তোমার কানের দুল।
আমি দেখি তোমায় প্রভাত - নিশীতে,
তুমি ঘুরে বেড়াও আমার মনো কুটিরেতে।
আমি সাঁজাই তোমায় অতি যতনে,
তুমি ভাসাও আমায় খুব গোপনে।
তুমি যদি থাকো আমার হয়ে,
সব বাঁধা ভূলে থাকবো আমি তোমায় নিয়ে।
আমি বাসি গো ভালো তোমায়,
তুমি আছো আমার হৃদয়ে...
তুমি ছাড়া বাঁচি কেমনে।
তুমি আমার আঁধার ঘরের চাঁন্দের আলো,
তোমায় দেখতে লাগে ভালো।
তুমি আমার নিশ্বাস,করি তোমায় বিশ্বাস।
তুমি স্বপ্ন ছড়াও মনে,
ভালোবাসি তাই আপণ মনে।
তুমি দিলে আশা প্রাণে,মন ছুটে যায় তোমার পানে।
তুমি মনের বাগানে ফোঁটালে ফুল,
ভালোবাসি তোমার কানের দুল।
আমি দেখি তোমায় প্রভাত - নিশীতে,
তুমি ঘুরে বেড়াও আমার মনো কুটিরেতে।
আমি সাঁজাই তোমায় অতি যতনে,
তুমি ভাসাও আমায় খুব গোপনে।
তুমি যদি থাকো আমার হয়ে,
সব বাঁধা ভূলে থাকবো আমি তোমায় নিয়ে।
আমি বাসি গো ভালো তোমায়,
তুমি আছো আমার হৃদয়ে...
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন