স্বাধীনতার রুদ্ধদ্বার

মোঃ শামছুউদ্দিন হাওলাদার মোঃ শামছুউদ্দিন হাওলাদার

মুক্ত বিহঙ্গের মত হবে স্বাধীনতা
বর্তমানে তা শুধুই ছাপানো কথা
কোথাও হয়ত এখনও ক্ষুন্ন মানবতা
এখনও সুশাসনের অভাবে রুদ্ধ সভ্যতা।


লাখো শহীদের বুকের তাজা রক্তে অর্জিত
লাখো বোনের সম্মানের বিনিময়ে সাক্ষরিত
হৃদয়ে বাঝে বেদনার সুর
মুক্তির স্বাদ আলিঙ্গনে
আজও পায়নি জনতা
সমতার সুর ক্ষোভ জমে মনে।


স্বাধীনতা তোমার জন্য জমা ছিল
যতটুকু হৃদয়উচ্ছাস
৫০ বছর পরেও তোমার
রুদ্ধদ্বারে বুকে দীর্ঘশ্বাস।


তোমায় নতুন করে পেতে ছিল
এই বাংলায় কতশত আয়োজন
মনে হয় স্বাধীনতার পূর্ণস্বাদ নিতে
আবার ও স্বাধীনতার প্রয়োজন
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন