মোঃ শামছুউদ্দিন হাওলাদার

কবিতা - শীত কালীন সময়

লেখক: মোঃ শামছুউদ্দিন হাওলাদার

শীতকালে শীত আসে কুয়াসার সাথে,
লেপ গায় দিয়ে তবু লাগে শীত রাতে।
সকালেতে যেসময় সূর্যটা উঠে,
রোদ তার নিতে গায় সকলেই ছোটে।

রোদে বসে খাই সবে তেল-ঝাল-মুরি,
আহা কি যে মজা সে যে নাই তার জুড়ি!
কত জাত পিঠে খাই শীতকাল এলে,
সবজির সমাহার এ সময় মিলে।

বিদেশী পাখি আসে শীতকালে উড়েছি,
বসে তারা ঝাকেঝাকে খাল-বিলজুরে।
ওদেরকে নিয়ে যেন শীতকাল সাজে,
শীতআনে সুন্দর প্রকৃতির মাঝে

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন