শেষপ্রান্তের স্মৃতি

মোঃ শামছুউদ্দিন হাওলাদার মোঃ শামছুউদ্দিন হাওলাদার

আপন আলয়ে শুয়ে থাকি,
জননী বলেনা দুলাল।
তিমিরে থাকি আমি
বাশ বাগানে একা।
দিনমানের পর দিনমান আসিবে,
কেউ নিবেনা আমার বিন্তান্ত।
আমার তনু পঁচে গলে যাবে,
আমায় ডাকতে আসবেনা কেউ।
বউ হাসি মুখে অন্যর নিকতনে যাবে,
সুখের সংসার আবার ফিরে পাবে।
আপন বলতে থাকবে আমার কাপন,
শেষ প্রান্তের মাটি হবে আমার আপন।
মায়ের কান্না সারা জীবন রবে,
শেষপ্রান্ত নাতো পাবো মায়ের বুকে স্থান।
কবর হবে আমার আপন গুরুস্থান।
খাটের ওপর থাকবনা,
হ্মণস্থায়ী দিন আর ফিরে পাবনা।
শেষপ্রান্ত হবে তোমার সঙ্গি,
সবাই আমার পর,
কবর আমার আপন।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন