মোল্লা মুস্তাফিজুর রহমান

কবিতা - রাত কথা

লেখক: মোল্লা মুস্তাফিজুর রহমান

এক উজ্জ্বল হাসি হাসি মুখে
চোখ ভরে চেয়ে থাকি সুখে
আর ভাবি আরও কত আছে
সারা শরীরের মাঝে মাঝে
যা যা দেখি
আর যা যা গোপন
ঘুরে ঘুরে বেড়াই চোখের মন
হাসি হাসি মুখে আর ঠোঁটে
লাল গোলাপ ফোটে আর ওঠে
আমার আবেগ আর আদরের দাগ
রাতের আবেশে গোপন গল্পের ভাগ

৯৪
মন্তব্য করতে ক্লিক করুন