মনোয়ারুল ইসলাম মুরাদ

কবিতা - আমি তো এক যাযাবর

লেখক: মনোয়ারুল ইসলাম মুরাদ

আমি তো এক বেদুঈন,
আমি তো এক যাযাবর
ঘুরে ঘুরে অনুর্বরকে করি উর্বর।
আমি তো এক ভবঘুরে,
চলে যাব একদিন অনেকদুরে।
পাবে না খুঁজে আমায় আর ঘুরে ঘুরে
রব না তোমাদের মাঝে
চলে যাব একদিন অনেকদুরে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন