কেমনে দেখিব তোমারে?

মনোয়ারুল ইসলাম মুরাদ মনোয়ারুল ইসলাম মুরাদ

অজানারে জানিয়া খুঁজিলাম উনারে,
প্রকৃতির মাঝেই তিনি, তবুও সবার উপরে।
চিনি নাই, চিনি নাই, বুঝি নাই উঁনারে
খুঁজেছি শুধু তাঁহারে খুঁজি নাই আপনারে।
কেমনে পাইব তাঁরে অহম যে ভরা মোর ভেতরে।
অহম’রে দূর করে আবার খুঁজিলাম উনারে।
দেখি রয়ে গেছে মোহ্‌ আর কাম মোর ভেতরে।
কেমনে পাইব প্রভু তোমারে? বলে দাও তুমি মোরে।
ভূধর হতে গগনের মাঝে নাই তুমি
আছো তারও উপরে কেমনে পাইব নাগাল তোমারে?
ক্ষ্যাপা পবনের শুধাই আমি, লয়ে যাও আমারে।
বলে সে, কেমনে লইব আমি তোমারে?
আমি তো কখনো দেখি নাই কখনো উঁনারে।
সূর্যেরে বলি আমি, কোথা পাও এত তেজ তুমি
নত হয়ে কহিল রবি, যেথা হতে পাও তুমি।
দাও প্রভু মোরে তুমি সেই শক্তি যাতে,
আমি নত শীরে ডাকিতে পারি তোমারে।
পাব না জানি তোমারে স্বশরীরে
তাই তো ডাকিব তোমারে, জপিব তোমারে।
যেখানে রবি-তারা-নক্ষত্ররা দেখে নাই তোমারে
সেখানে আমি তো ক্ষুদ্র প্রাণ এক
কেমনে দেখিব তোমারে?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন