আমি হারিয়ে গেছি

মনোয়ারুল ইসলাম মুরাদ মনোয়ারুল ইসলাম মুরাদ

আজকে আমায় খুঁজতে এসো না
আমি হারিয়ে গেছি
অজানা এক প্রান্তরে ।
দেখো খুঁজে হয়তো পাবে নিজের মাঝেই
আমি হারিয়ে গেছি আজ
অজানা এক প্রান্তরে।
তোমার মাঝেই আছি;
তবুও লক্ষ যোজন দূরে।
আজ আমি হারিয়ে গেছি বহুদূরে
হয়তো আমরা হারিয়ে গেছি;
দুজনের কাছে থেকে দুজনে।
খুঁজো না আজ আমাদের
আমরা আজ হারিয়ে গেছি
অজানা এক প্রান্তরে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন