সূর্যের কিরণ পড়িয়াছে মোর মুখের উপর,
পড়ে নাই তার তেজ,
জ্বলি নাই মুই তার দ্বীপ্তিতে।
কেমনে গড়িব দেশ?
জ্বলিতে হইবে রবির্ তেজেতে,
গড়িতে হইবে জীবন।
নইলে রবি নিভিয়া যাইবে
বেলা হইবে শেষ।
ফুরাইয়া যাইবে জীবনের বাতি
রহিবে না তার কোন রেশ,
পড়িয়া রহিবে শুধুই স্বপ্নেরও দেশ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন