গাঁ গেরামের বর্নচোরা
রাজনীতিতে শের আলী
টাক লাগিয়ে রক্তচুষে
মুখে শত নীতির বুলি,
আমজনতার গাড়ে চেপে
ফেঁপে ফুলাই নাড়িভুড়ি
যা পাঁচে পায় সব গিলে খাই
বাদ যায়না ভাই খানা খড়ি,
চষে বেড়ায় এপার ওপার
সবার নাকের ডগায়
অনেকে আবার চুপটি থাকে
বেচা-কেনা টাকায়,
কোন একটা রাঘববোয়াল
আটকা পড়লে জালে
তবে রে ভাই টনক নড়ে
সুর মেলায় সব তালে,
কে বানাইলো এমন নেতা
দিনকে করে রাত,
তখন সবাই সাধু সেজে
তুলে আনে জাত,
মেধাবীরা সুশীল বনে
করে কেবল বকবক
গাঁ ঝাড়ে না কোন কাজে
কথাতেই সব জাল-টক,
দেশ চলে যায় রসাতলে
করতে থাকে বিশ্লেষণ
সুযোগ বুঝে হাতিয়ে নেয়
নেতার থেকে ভর-পোষণ,
এই হলো তো বাস্তবতা
নেতা-সুশীল মাসতুত ভাই
তাই মোরা পঁচা ডোবায়
সাঁতার কেটে যায়, হাবুডুবু খাই!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন