কবিতা - শৈশব পিছন টানে

লেখক: মোহাম্মদ মুছা

শৈশব কালের স্মৃতি আজো চেপে আছে গাড়ে
হতাশ মনে ভাবি এখন বয়স কেন বাড়ে!

হন্য হয় খুঁজে নিতাম ময়নার পাখির ছানা
পাতার টাকায় হতো তখন স্বপ্ন বেচাকেনা,

আকাশ ছোঁয়া স্বপ্ন তখন পুতুল দিতাম বিয়ে
কবু আবার বর সাজিতাম মুখে রুমাল দিয়ে,

মনটা আজি ধরছে বায়না শৈশবে ফিরে যাবো
কারো মন্ত্র আছে জানা সেই কাল ফিরে পাবো?

ভরা দুপুর মেটো পথে থাকতাম চেয়ে রোজে
হাওয়ায় মিটাই’র টুনটুনিটা কখন ওঠে বাজে,

হাতে নাড়াই রঙ্গিন ঘুড়ি আকাশ যেতো ছেয়ে
সাদা মেঘ ধরতে চাইতাম সুতো বেয়ে বেয়ে।

সেই শৈশবের দুরন্তপনা ভয় কি কারে পেতাম
বাঁধার শিকল ভেঙে ছুঁড়ে মুক্ত পাখি হতাম,

বন্ধু সকল জোট বাঁধিয়া ইস্কুল ফাঁকি দিতাম
মাস্টার মশাই’র বেতের বারি হাত পাতিয়ে নিতাম,

কানামাছি খেলতে আজি কেহ নাহি ডাকে
খবর দিতে আসেনা কেউ কোন গাছে ফল পাকে।

শৈশব স্মৃতি এখন শুধু জাগে মনে প্রানে
ইচ্ছেরা সব ব্যকুল করে পিছন পানে টানে,

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন