চারিদিকে আলোহীন আঁধার ঘেরিছে ভূবন
দিশাহীন আশাহীন মোদের মানব জীবন।
নাই কাজ হাতে হাতে;
যায় চলে কোনমতে,
দ্বেষহীন মানবতা আনিবে কবে নব-যৌবন?

রচনাকাল ০৭/১০/২০২৪

পরে পড়বো
১৬২
মন্তব্য করতে ক্লিক করুন