অবিকল্পক এ গণতন্ত্রে,
ভরসাহীন লোকতন্ত্রে
শান্ত-শুভ্র স্রোতধারায়,
চমকি উঠি লোহিতধারায়।
মানুষ মানিবে হৃদয়তন্ত্র,
নাই কি আর কোন মন্ত্র?
ঘুচিবে এসব অস্ত্রনীতি,
পাইবে সবে সম-শান্তি !
চাই এমনই এক নবদিগন্ত,
হবে সবে অন্যের একান্ত।
নাশি সব কূট-হিংসা-দ্বেষ,
হবে মানবের জয় অবশেষ।
রচনাকাল…….১৭/০৭/২০২৩
বাংলা -৩১ শে আষাঢ় ১৪৩০
রচনাকাল…….১৭/০৭/২০২৩
বাংলা -৩১ শে আষাঢ় ১৪৩০
মন্তব্য করতে এখানে ক্লিক করুন