কোনো প্রেমে আমি ব্যর্থ হয়নি কখনো,
সব প্রেমিকারা আমাকে ঢেলে দিয়েছে অঢেল প্রেমের মদ।
আমি সূর্যের সাথে মাতাল হয়েছি,
আর ঘুমিয়েছি চাঁদের সাথে।
নারীরা তাদের দেহের সমস্ত সুধা ঢেলে দিয়েছে আমার চোখে।
আর আমি ঘুমিয়ে পড়েছি তার আবেশে।
এবং জেগে উঠে দেখেছি
প্রেমের চেয়ে জঘন্য কারাগার আর কি-বা হতে পারে?
বন্দি বলেই কি মানুষ একে অপরকে এত ভালোবাসতে চায়?
অথচ পাহাড়ের চূড়োয় উঠার প্রথম উপায় হলো
কাঁধের ব্যাগের অপ্রয়োজনীয় সব জিনিস ছুড়ে ফেলে দেয়া।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন