সাদাত হোসাইন

কবিতা - এই যে তুমি ঘৃণার করো চাষ

লেখক: সাদাত হোসাইন

এই যে তুমি ঘৃণার করো চাষ,
ঘৃণার ফসল ফলাও বারো মাস।
ঘৃণাই তোমার ভরণ-পোষণ,
ঘৃণায় বসবাস!
তুমিও রাখো জেনে,
তোমার জন্যও জমছে ঘেন্না, হয়তো এই এখানে!
কিন্তু যা জানো না,
ঘৃণার বদলে তোমার জন্য কেবল করুণা!

২৪৬
মন্তব্য করতে ক্লিক করুন