সাদাত হোসাইন

কবিতা - কেউ বলেছে রাত নিশীথে— একলা পথে হাঁটতে মানা

সাদাত হোসাইন

কেউ বলেছে রাত নিশীথে— একলা পথে হাঁটতে মানা
কেউ বলেছে থাকবে পাশে দুঃখগুলোর কাটতে ডানা
কেউ শেখালো কেমন করে বাসবো ভালো দুঃখগুলো
কেউ দেখালো কীসের জলে — মুছব স্মৃতির সুক্ষ্ম-ধুলো
কেউ করেছে সহজ ভীষণ, কেউ করেছে ‘শক্ত-রোখা’
কেউ করেছে হিংস্র পশু — ছায়ার ভেতর রক্ত শোঁকা
কেউ হেসেছে দুঃখ দেখে, কাজল চোখে মিথ্যে রেখা
কেউ ভেসেছে নোংরা স্রোতে, জীবনটাকে বৃত্তে দেখা
কেউ ছুঁয়েছে খেয়াল খুশিতে, কেউ ছুঁয়েছে রোজ বাহানায়,
কেউ বলেছে ভীষণ দামী, কেউ নিয়েছে খোঁজ দু’আনায়!
বিদায় বলে কেউ গিয়েছে— কেউ গিয়েছে ভীষণ চুপি
কেউ ঢেকেছে চোখ আঁধারে, কেউ বিভীষণ বহুরূপী
কেউ বলেছে হাত বাড়াবে— বিষণ্ণতার বিষাদ দিনে
কেউ বলেছে প্রেমের দামে কষ্ট সকল নেবেই কিনে
দিনের শেষে একলা থাকা, কষ্ট আঁকা বুকের ভেতর,
কেউ থাকে না দিন ফুরালে, কোথায় কবে কে ছিলো তোর?

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন