প্রতিবিম্ব

সাদাত হোসাইন সাদাত হোসাইন

সিঁড়ি বলে, আর কত উঠে গেলে মনে হবে, নামবার পথ নেই জানা?
লক্ষ্য আকাশ হোক, মনে রেখো, মাটি তবু শেষের ঠিকানা!

#

অন্ধকারে অন্ধ সবাই, বন্ধ ঘরে বন্ধ দম,
মুক্তি ছেড়ে যুক্তি খুঁজি, কার চেয়ে কে অন্ধ কম!

#

চোখ বন্ধক রেখে অন্ধ মানুষও ভাবে,
যত দ্বন্দ্ব, পথ বন্ধ, আলোর অভাবে!

#

চোখের আড়াল মন থাকে তাই, মিথ্যে হাসির খেয়াল হয়,
ইট, সুরকি, পাথর লুকিয়ে বুকে, পলেস্তরার দেয়াল হয়।

#

দেখে লাশ, হা-হুঁতাশ করারাও জানিও,
এই খুনে, নিজ গুণে, দায়ী তুমি-আমিও!

#

শরীরটা খুনে শেষ, ঘুণে শেষ ভেতর,
সারি সারি লাশ হাঁটে, কে কার? কে তোর?

#

জানছি রোজই, মানছি না তাও, নামছে আঁধার খুব,
প্রতিবাদের ভান করছি, আসলে নিশ্চুপ।

#

তুমি নও, আমি নই, তবে কারা ভাঙে বুক?
আয়নায় চেয়ে দেখো ভাসে হায়েনার মুখ।

#

চলে যাই তবু জানি রয়ে যাই ফেলে আসা পায়েদের ছাপে,
দূরে যাই যতো, ঠিক ততো বুকে বুকে আমাদের ছায়াগুলো কাপে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন