আজও প্রেম
শংকর ব্রহ্ম
এক).
প্রয়োজনে যত শব্দ ব্যবহার করেছি এ জীবনে
তার মধ্যে ভালবাসা শব্দটা একলক্ষ বার,
অথচ শব্দটা কিছুতেই ক্লীশে হয়ে যায়নি এখনও
যেন আজও সেই প্রেম,
সূর্যের মতো জ্জ্বলছে বিভায়।
দুই).
আসতে তোমার দেরী দেখে,
রাগ করেছি ভাবতে পার
সে মুরদও নেই যে আমার,
রাগ করতেও ক্ষমতা লাগে
মমতা জাগে তোমার প্রতি
কত কষ্ট স্বীকার করে কাছে আস,
আলতো ছোঁয়ায় ভালবাস।
‘রাগ না করলে, একটু হাসো’ – বল যখন
March51@gmail মন তো তখন হাসতেই চায়।
অথচ হায়,দুষ্টু মনন আমায় শুধু ক্ষেপিয়ে বেড়ায়।
মন্তব্য করতে ক্লিক করুন