আমার বন্ধুরা এবং আমি
শংকর ব্রহ্ম
আমার বন্ধুরা বাড়ি করেছে আমি তা পারিনি
আমার বন্ধুরা গাড়ী করেছে আমি তা পারিনি
আমার বন্ধুরা ব্যাঙ্ক ব্যালেন্স
বাড়িয়েছে পারদের উষ্মতায় আমি তা পারিনি
এ সব ব্যর্থতাগুলো মোটেই অজানা নয় আমার
সব জেনেই বলছি এতে কোন গ্লানি নেই মনে
আমার সাফল্য তাতে চিড় ধরে না এক চুলও।
আমার সফল বন্ধুরা
একটিও কবিতা লিখতে পারেনি কোনদিনও
আর আমার চার চারটা কবিতার বই বেরিয়েছে
যা আমার কাছে একটি বাড়ির চেয়েও বেশি মূল্যবান
একটি গাড়ির চেয়েও বেশি মূল্যবান
যা আমার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স তুচ্ছ করে দেয়।
বালাই ষাট
তবু আমার বন্ধুরা কেউ মারা গেলে পরে
তাদের বাড়ি গাড়ী এবং ব্যা ঙ্ক ব্যালেন্স প্রভৃতি
স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তাদের নামে
আর থাকবে না
সবই অন্য নামে হস্তান্তরিত হবে
কিন্তু আমি মারা গেলে পরেও
বইগুলি থেকে আমার নাম মুছে ফেলে
সেখানে অন্য কোন নাম বসানো যাবে না কখনোই
সবই আমার নামে থেকে যাবে চিরকাল
সেটাই তো পরম প্রাপ্তি বলে মনে হয় আমার।

মন্তব্য করতে ক্লিক করুন