শংকর ব্রহ্ম

বিভ্রম -৩.
(স্ট্রীট পোয়েট্রি)
শংকর ব্রহ্ম

আমি তো বিচ্ছিন্ন হয়ে মানুষের থেকে
প্রকৃতির অধরা অন্ধকার থেকে
একা হয়ে নির্জন পথে অন্তহীন ঘুরে
অতলে তলিয়ে যাই আরও

একটি ঘুঘুপাখি তাই দেখে
নির্জনতা ভেঙে একঘেয়ে ডেকে যায় শুধু
প্রকৃতির ভিতরে জেগে ওঠে
আর এক বিষণ্ণ ভূতুরে প্রকৃতি
মনে হয় সবই বিভ্রম যেন
আমি আর ঘুঘুপাখিটি ছাড়া

পুরনো বন্ধুরা সব ফিরে আসে
হাজার বছর পরে অন্তহীন পথে।

#

স্ট্রীট পোয়েট্রি কাকে বলে?

বিশ্লেষণ (এআই): এই কবিতাটি বিচ্ছিন্নতা এবং মানব সংযোগের অধরা প্রকৃতির বিষয়বস্তুতে তলিয়ে যায়। এটি একটি অন্ধকার, অন্তহীন রাস্তায় পাড়ি দেওয়া একটি নির্জন চিত্রের একটি ভুতুড়ে চিত্র নিযুক্ত করে, একটি অজানা উপস্থিতি নিরলসভাবে অনুসরণ করে। পুনরাবৃত্তিমূলক ছন্দ এবং বিরল ভাষা জরুরীতা এবং

১৩
মন্তব্য করতে ক্লিক করুন