দেশপ্রেম
শংকর ব্রহ্ম
“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।”
কবির কথা ভাবতে এখন দ্বিধায় পড়ি আমি।
চোর চোট্টা চিটিংবাজে, ভরেছে যখন দেশ
আমরা সবাই সুখেই আছি, ভালই আছি বেশ।
কোথায় পাবে দুর্নীতির এমন উজল ধারা,
কোথায় ঘটে রক্তখেলা, ভোটের পরে – আগে
আমরা ভয়ে ঘুমিয়ে থাকি, দলের অনুরাগে,
থাকি অপেক্ষায় কখন জন-জোয়ার জাগে।

মন্তব্য করতে ক্লিক করুন