দ্বন্দ্ব
শংকর ব্রহ্ম
অরূপ সাগরে ডুব দিতে চাস ওরে মন
ধন নিয়ে আর করবি কি?
ধনেও লোভ আর মনেও ক্ষোভ
সে মন নিয়ে ধরবি কি?
জীবনের পাতা খুলে শুধু দেখি
ধনে আর মনে তাই চলে দ্বিধা দ্বন্দ্ব
কখনও তা ভাল নয় চিরকালই মন্দ
অরূপ সাগরে যদি ডুবতে চাস
ওরে মন, মন রে আমার
ঝেরে ফেল মনের যত স্বার্থ আশ।
মন্তব্য করতে ক্লিক করুন