ফেরা – (২)
শংকর ব্রহ্ম
যে ভাবে ডাকলে পরে, ঘন শিহরণ জাগে বুকে
এতদিন পরে কেন সেই সুরে ডেকে,
আবার জাগাও প্রেম?
যেভাবে ডাকলে পরে,পাহাড় জঙ্গল ভেঙে
ছুটে আসে নদী,
ডাক যদি সে গভীর স্বরে,তাহলে কি আর
বল, থাকা যায় ঘরে?
যে ভাবে ডাকলে পরে,
দামাল বাতাস ছুটে আসে, ঝড় হয়ে
ডাক যদি সে উদার স্বরে
ঘর ভাঙে প্রধানত আমার হৃদয়ে,
ঘর ভেঙে বাইরে এনে
আমাকে কি খেলাতে চাও লেজে?
সে যে কী ভীষণ প্রতারণা,
সে কথা কি তোমার অজানা?
তবু যদি, সে খেলাই খেলতে ভালবাস
তবে কাছে এসো শুধু , হাত ধর শক্ত করে
খেলে যাই সে তুমুল খেলা,
জীবনের সন্ধ্যাবেলা এসে
কিন্তু তুমি যদি শেষে, একবার হেসে
খেলা ভুলে, ফিরতে চাও ঘরে,কি হবে তখন?
আর তো যাবে না ফেরা ঘরে!
মন্তব্য করতে ক্লিক করুন