কবির সম্পদ
শংকর ব্রহ্ম
জীবনে পড়েনি প্রেমে এমন মানুষ
আছে নাকি, যার কোন আছে মান হুঁশ?
ভালবাসা দিতে পারে নতুন সকাল
যদি তুমি চাও তবে,ডাকি তাকে কাল।
দুঃখের সাথে আছে, কবিতার ভাব,
তাই দুঃখী সেজে থাকা কবির স্বভাব।
দুঃখ ও ভালবাসা কবির সম্পদ,
তাই নিয়ে কত কবি রচে কত পদ।

মন্তব্য করতে ক্লিক করুন