কাঙাল
শংকর ব্রহ্ম
ভালবাসার কাঙাল আমি
রূপের মোহ জালে,
যখন তখন জড়িয়ে পড়ি
সন্ধ্যায় সকালে।
বন্ধু আমার রকমারী
মনের মত কই
আজও আমি খুঁজে বেড়াই
মনের মত সই।
সারা জীবন ভালবাসার
কাঙাল হয়েই রয়ে গেলাম,
বাঙাল বলেই?
প্রেমিক হলেই যায় না নেওয়া
খুশি মতোন মনের দখল
তার জন্য চাই মনোবল।
আমার রক্তের ভিতরে খেলা করে,
রক্তচাপ আর বিপন্ন সুগার,
এরপর নিজ পায় দাঁড়াবার
ইচ্ছে থাকে কার?
বৃষ্টি ধারার মত যদি
অবিরাম দুঃখ ঝরে যায়
তবু কবি বসে থাকে
সুখের আশায়,
জানিনা কেন যে তার এমন স্বভাব
পৃথিবীতে যেন নেই সুখের অভাব।
সুখ সুখ করে কেটে যায় বেলা,
সুখ তো আসে না আর,
ফুরিয়ে আসে যে জীবনের খেলা
কেন শুধু বারবার?

মন্তব্য করতে ক্লিক করুন