শংকর ব্রহ্ম

কবিতা - কর্তব্য

লেখক: শংকর ব্রহ্ম

কর্তব্য
শংকর ব্রহ্ম

দায় ও কর্তব্যের যুপকাষ্ঠে মাথা রেখে
নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছি,
তা’তে বলো তো,
এ’জীবনে লাভ হলো কী?
ভাবতে গিয়ে দেখি,
আরে হলো, ক্ষতিই বা কী?
এইসব ভাবনাগুলো নিয়ে
কবিতা লেখার কথা ভাবি,
কর্তব্য এসে বলে,
অনেক হয়েছে
আর নয়
মানে মানে, এইবার ঘরে ফিরে এসো।

৯৯
মন্তব্য করতে ক্লিক করুন