কবিতাকে চাই
শংকর ব্রহ্ম
কবিতা রমণী হলে
আমি তাকে নিয়ে যাব সমুদ্র সৈকতে
জ্যোৎস্না দেখাতে
আর কবিতা পৌরুষ পেলে
আমি তার কাঁধে হাত রেখে
গোপনে আড়ালে ডেকে
নিয়ে গিয়ে কোন ঠেকে
রেখে ঢেকে খাওয়াব মালাই
আমি শুধু কবিতাকে মনেপ্রাণে চাই।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন