শংকর ব্রহ্ম

কবিতা - মহড়া

লেখক: শংকর ব্রহ্ম

মহড়া
শংকর ব্রহ্ম

লিখে কিছুই হয় না জানি
একটা পশমও ছেঁড়া যায় না কারও তবু লিখি।
কিন্তু কেন লিখি? এ প্রশ্ন জেগেছে বহুবার
তাই এখন আমি কিছু না লেখার মহড়ায় আছি।

মাঝে মাঝে হাত নিশপিশ করে ওঠে
মাথায় যন্ত্রণা হয় খুব মাথা চেপে ধরি
তবু কিছু লিখি না তখন।

১৫৪
মন্তব্য করতে ক্লিক করুন