মহড়া
শংকর ব্রহ্ম
লিখে কিছুই হয় না জানি
একটা পশমও ছেঁড়া যায় না কারও তবু লিখি।
কিন্তু কেন লিখি? এ প্রশ্ন জেগেছে বহুবার
তাই এখন আমি কিছু না লেখার মহড়ায় আছি।
মাঝে মাঝে হাত নিশপিশ করে ওঠে
মাথায় যন্ত্রণা হয় খুব মাথা চেপে ধরি
তবু কিছু লিখি না তখন।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন