শংকর ব্রহ্ম

কবিতা - প্ররোচনা

শংকর ব্রহ্ম

প্ররোচনা
শংকর ব্রহ্ম

শুধু দেখা, কিছু ভাবা, কিছু বলা
তার চেয়ে বেশী কিছু নয়,
যদি কিছু হয় এই ভয়
তাড়া করে ফেরে
ক্ষুব্ধ শ্বাপদের মতো তাকে
ভিতরে বাহিরে।

যে পারে সে আপনি পারে
পারে সে ফুল ফোটাতে,
আবার ফুলের খোঁজে
ভ্রমর এসে অনায়াসে
পারে যে হুল ফোটাতে।

কিছু বলা বা না-বলা কথারা
সব থাকে নিরাপদে
আর পদে পদে
এই সব না বলা কথারা আমাকে
কবিতা লিখতে খুব প্ররোচিত করে,
আমি তাতে প্ররোচিত হই,
বোঝা গেল শেষে,
জীবনের শেষ প্রান্তে এসে।

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন