রবিবার
শংকর ব্রহ্ম
আজ রবিবার,ছুটি কি সবার,
দিন মজুরের ছুটি কই আর?
বের হতে হয় পেটের জ্বালায়
পথে পড়ে থাকে কত বিস্ময়!
কিছু সংগ্রহে,ঘরে ফেরা হয়
ক্লান্ত শরীরে ঠিক সন্ধ্যায়,
এমনি করেই দিনটা ফুরায়
রবিবারে তার কিবা এসে যায়?
আজ রবিবার,ছুটি কি সবার?
গৃহবধূদের ছুটি কই আর?

মন্তব্য করতে ক্লিক করুন