সম্বল
শংকর ব্রহ্ম

১).

কৃষ্ণ রাধাকে বোলো,
ওভাবে ব্যালকনি থেকে নয়,
ওতে না যায় আকাশকে ছোঁয়া
না যায় মাটিকে স্পর্শ করা;
প্রেম বলতে তো
ওই টুকুই সম্বল।

২).

নারী যদি পুরুষের অনুগত হয়
পুরুষ প্রকাশ করে মনে বিস্ময়!
পুরুষেরা হয় সব,বড় নারী ঘেঁষা
তবু নারীকে দাবিয়ে রাখা যেন তার নেশা।

৩).

তোমাকে দেখিনি আগে
তাই রাগে ভেঙেছি হৃদয়
তোমাকে দেখার পর, আজ মনে হয়
তোমার তুলনা তুমি,আর কেউ নয়।

৪).

ঈশ্বর চতুর বড়
কুহকের মতো এসে আড়ালে দাঁড়ালে
যতই তাকে ধরতে তুমি সামনে এগোবে
সে ও যেন ঠিক মরিচীকার মতো কোন
আরও বেশি দূরে সরে যাবে।

৫).

যদি এতটুকু ছোঁয়া লাগে তোমার,
লাগবেই এমন কোন কথা নেই, ধরো যদি লাগে
তোমার এতটুকু ছোঁয়া জাগায় আমার ভিতরে প্রাণ
বেজে ওঠে ভিতরে আমার আজানের সুর,
বারেক যৌবন জাগে,
বসন্তেের অনুরাগে
ধূসর গোধূলি মুছে যায়,
তুমি কে হে জাগাও আমার ভিতরে প্রাণ?

এই প্রশ্ন নিজেকেই করি বারবার
তোমাকে করি না আর,
কারণ, তুমি তো জান না এতসব,
এইসব একান্ত আমার অনুভব।
x

Pause

Unmute

Fullscreen

মন্তব্য করতে ক্লিক করুন