বিষাক্ত ডায়েরী

সামস রবি সামস রবি

আমার ডায়েরীর প্রতিটি পাতায়
তোমার সাথে অতিবাহিত অনুভূতি গুলো
লাল কালিতে আপন সাজে রাঙ্গিয়েছি ,
রাগ, অভিমান, অনুভূতি, অভিযোগ সবই।
শুধু বিরহের অঙ্গারে পোড়া যন্ত্রনার শব্দ গুলোকে,
কালো কালিতে বেদনার ছোঁয়া দিয়েছি।

আজ অনেক দিন পর হৃদয়ের যন্ত্রনাকে সান্তনা দেওয়ার জন্য
ডায়েরীর পাতা উল্টিয়ে, বুকে কাঁপন ধরে গেল
স্মৃতির সব অংকিত শিহরণ, নীল হয়ে গেছে
নিরব স্তব্ধ হয়ে ভাবি কেমন করে হল এমন
হঠাৎ চোখে তন্দ্রা এসে গেল স্বপ্ন নিয়ে
দেখি আমি এক একটা শব্দ লিখছি,
আর একটা বিষাক্ত সাপ আমার শরীর বেয়ে, বুকের বা'দিকটা ঠোকরাচ্ছে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন