ক্ষমতার লোভ

সামস রবি সামস রবি

শাসক হওয়ার অসীম স্বপ্ন,
মসনদে উঠে শোষণের চেয়ে বীভৎস সুখ আর নেই হয়তো,
ক্ষমতার লোভ, নেশায়, মানুষ অমানুষে রূপ বদলাতে ক্ষীণ সময় লাগে না।
যে মানুষের মুখোশের আড়ালে, পৃথিবীর নিকৃষ্টতম প্রাণীর রূপ ধারণ করে আছে,
তার কাছে মৃত্যু এক উচ্ছ্বাস, উল্লাস।
মানুষের রক্ত না খেতে পারলে, দাঁতে, নখে, মুখে মাখিয়ে
যতক্ষণ না হাত উঁচিয়ে, নির্মম বিজয়ের বানী শুনাতে পারবে, ততক্ষণ ওরা থামবে না।

অমানুষের আসলে সংজ্ঞা বা ব্যাখ্যা কি?
কিসের সাথে তুলনা করবেন?
হীন বস্তু বা প্রাণ আদতে কি পৃথিবী নামক গ্রহে আছে?

যদি শকুন বা তার থেকেও কোন নোংরা বীভৎস কিছুর সাথে তুলনা করেন,
তবে আপনি সভ্যতা ও প্রকৃতির বিরুদ্ধে বলছেন!
সৃষ্টির প্রতিটি প্রাণের নির্দিষ্ট ব্যাখ্যা এবং সীমাবদ্ধতা আছে।

কিন্তু মানব সৃষ্ট অমানুষের কোন ব্যাখ্যা নেই, সীমাবদ্ধতা নেই,
নিজেকে শ্রেষ্ঠ দেখানোন জন্য, ক্ষমতার মসনদে উঠার জন্য,
যা ইচ্ছে হয় করতে পারে এরা!
বস্তুত পৃথিবী কি অমানুষের জন্য?

মানুষ মরছে ক্ষুধায়,
মানুষ মারছে জ্বালিয়ে,
মরছে মানুষ যুদ্ধ নামক, মোড়লদের শকুনি তৃপ্তির খেলায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৫৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন