সামস রবি

কবিতা - কত কিছু জেগে আছে

লেখক: সামস রবি

মনের মাঝে কত কিছু জেগে আছে
ইচ্ছে করে স্বাদ মিটিয়ে লিখতে
জানান দিই নিজের কষ্টের যন্ত্রনার আবেগকে
কিন্তু কেন জানি হাত চলে না
কেউ যেন বাঁধা দিচ্ছে বারংবার।
ইচ্ছে করে বেদনার কথাকে সুরেতে বদলাই
অশ্রুতে বুকের বা\\\’দিকটা ভিজাই
যদি কোন সান্তনার আভাষ পাই
যদি স্মৃতিতে ভুলে থাকার প্রত্যয় খুঁজে পাই।
ইচ্ছে করে সুখ গুলো জমা রাখি
কষ্ট গুলো উড়িয়ে দিই
কিন্তু কোনকিছুতে হচ্ছে না কিছু
বার বারই সুখ গুলো বেলুন হয়ে উড়ে যায়
আর কষ্টগুলো পাথর হয়ে রয়ে যায়।

১১৮
মন্তব্য করতে ক্লিক করুন