সামস রবি

কবিতা - তুমি 💘💘💘

সামস রবি

তুমি, কোন এক আষাঢ়ের
বৃষ্টি ভেজা কদম ফুলের গন্ধ
তুমি, হেমন্তে দীঘির জলে
ফুটে থাকা পদ্ম।
তুমি, শীতে লুকিয়ে থাকা
রৌদের ঝিলিক
তুমি, রৌদ্দুর সকালে
হারিয়ে যাওয়া কুয়াশার পালক।
তুমি, ভোরে বয়ে যাওয়া
শীতল বাতাস
তুমি, লালিমা দেখিয়ে
নিস্তব্ধ রাত।
সব-ই আমার স্বপ্ন
হয়তোবা কল্পনা
কল্পনার আল্পনায় আঁকা
তুমি কারো স্বপ্ন কন্যা।
হয়তো আমার না
নয়তো অন্য কারো
তবুও তোমার জন্য
ভালোবাসা কখনও ফুরাবে নাকো।

৪০
মন্তব্য করতে ক্লিক করুন