শিমুল মুস্তাফা

কবিতা - কপাল

লেখক: শিমুল মুস্তাফা

সবার কী আর সব কিছু হয়, বলো?
সবার কী আর সব কিছু চাইতে আছে?
সবার কপালে কী আর সব কিছু সয় ?
সবাই কি চাইলেই ফুলকে ফুল
নদীকে নদী বলে
বুকে আগলে রাখতে পারে?
কতো স্বপ্নই তো আশে পাশে ওড়ে
নীল আকাশে
কতো স্বপ্নই তো ডানা ঝাপটে পড়ে
যুদ্ধ বিধ্বস্ত বিমানের মতো।
কতো নদীই তো মরে যায়
বহতা হবার আগে।
প্রাপ্তির আশায় দিন শেষে
এক রাশ অভিজ্ঞতা বুকে চেপে
যে পাড়ি দেয় নির্ঘুম রাত।
বেদনা যার সহোদরা
দুঃখ যার মাধুরী
প্রেম যার দুঃস্বপ্নচারিণী
বেদনায় জল ঢেলে ঢেলে
ক্লান্ত নাবিকের মতো
জলও যে কখন বেদনা হয়ে যায়।
কে তার খোঁজ রাখে?
কে এসে তার পাশে বসে
হাত রাখে মাথায়?
ছল ছল চোখে
কে হাত চেপে ধরে কসম খায়?
কটা বৃক্ষ যোগ্য পথিক খুঁজে পায়?
কটা চোখ চোখের জন্য কাঁদে?
সবার কী আর সব কিছু হয়, বলো?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন