অন্ধকারের দিকে যে রাস্তা চলে গিয়েছে
সেদিকের মাটিতে তোমার পায়ের চিহ্ন
দেখতে পাই অনুসরণ করতে পারি না –
সে অন্ধকারের ডাকঘরে পৌঁছে
তুমি প্রিয়লিপি বিনিময় করবে
স্বপ্নের সঙ্গে
যে ভয়ংকর দহনের মধ্যে
আমার রাস্তা আমাকে নিয়ে আসে
তার ঝলসানো আলোয়
আমার চোখ অন্ধকার হয়ে যায়
এখন পদচিহ্ন নাও যদি দেখতে পাই
তোমার পায়ের শব্দ কখন ফিরবে
তারই অপেক্ষা করবো ।

সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ , মধ্যরাতের সংকেত)

৬৩১
মন্তব্য করতে ক্লিক করুন