সন্ধ্যাসৈকতে

সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়

তাই আজ সে এখানেই থেকে যাবে
বালিতে কাত করে নৌকা রেখে গেছে
মৎস্যজীবী কেউ কেউ
লাল কাঁকড়ারা বালির গর্তের ভিতর
ঢুকে যাচ্ছে
সামনের এমারেল্ড চঞ্চলতা অন্ধকার
হয়ে আসছে
ঝাউবনের চামর ছুঁয়ে
এখনই গৌরবে চাঁদ উঠে যাবে
তারপর অবশ্যত
একা চাঁদই এক উৎসব হবে
তারই অপেক্ষায় সে বসে থাকলো
সিন্ধুর সৈকতে.

~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ , ক্যালাইডোস্কোপ)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন