নিঃসঙ্গ একতারা

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

মূল্যহীনেই থাকবো না হয়
তুমিই থেকো দামি,
পর থাকলে নতুন করে
পর হবো না আমি।

দূরে থেকেই দেখবো তোমার
হাসি মুখের আলো,
একটা কথাই থাকবে বাকি -
কত্ত বাসি ভালো।

কাছে এলেই কাঁদবে দু'চোখ
হারিয়ে ফেলার ভয়ে,
থেকো না হয় অন্য বুকে
অন্য কারো হয়ে।

একটা প্রেমিক থাকবে একা
বলবে না কেউ এসে -
রাত জেগে আর যেও না ওই
মনখারাপের দেশে।

তোমার চোখে ভাসবে না প্রেম
অথই নোনা জলে,
ধরবে না কেউ বায়না তো এই
রাতের মোবাইলে।

তখন তোমার অন্য শহর
অন্য প্রেমের পাড়া,
আমার বুকে বাজবে শুধু
নিঃসঙ্গ একতারা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন