কবিতা - ফিরব না আর সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা সাঁঝের বেলা পথ ভুলেছে খুব কেঁদেছে পাখি, পাখির মতো আমিও আজ একলা একা থাকি। সে তো আমায় আর খোঁজে না আর রাখেনি মনে, ডাকবে যেদিন ফিরব না আর ভীষণ প্রয়োজনে। ♥ ০ পরে পড়বো ২৩০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন