কবিতা - হয় নি বলা সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা রাত নেমেছে উঠোন জুড়ে প্রদীপ নিভু নিভু, আমিও কাঁদি একলা, তোকে হয় নি বলা কভু। হয় নি বলা- তোর কথা আজ খুব গোপনেই ভাবি, দিলি না আর মন দরজার লুকিয়ে রাখা চাবি। ♥ ০ পরে পড়বো ২১১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন