রাত বেড়ে চলে সময়ের সাথে
বেড়ে চলে কত ব্যথা!
নির্ঘুম চোখে খেলা করে শুধু
অগোছালো রূপকথা!
কথার শহরে মুখোশের ভিড়
কোথায় খুঁজবো তাকে!
ব্যস্ত মিছিলে হারিয়েছি আমি
প্রেম বলে ডাকি যাকে।
রাত বেড়ে চলে সময়ের সাথে
বেড়ে চলে কত ব্যথা!
নির্ঘুম চোখে খেলা করে শুধু
অগোছালো রূপকথা!
কথার শহরে মুখোশের ভিড়
কোথায় খুঁজবো তাকে!
ব্যস্ত মিছিলে হারিয়েছি আমি
প্রেম বলে ডাকি যাকে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন