সুদীপ তন্তুবায় নীল

কবিতা - খুব আবেগে…

লেখক: সুদীপ তন্তুবায় নীল

অনেক বছর পেরিয়ে গেছে
অনেক ব্যবধান,
আজও কি তোর মনে পড়ে
পুরানো সেই গান?

বলতি আমায়- বাঁচবো না রে
না পেলে আজ তোকে,
তবে কেমন করে আছিস বেঁচে!
বুকে পাথর রেখে?

বিচ্ছেদে কি মরণ আসে!
সবাই বেঁচে রয়।
হ্যাঁ এটাই সত্যি – খুব আবেগে
জীবন নষ্ট হয়!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন