মানুষ বলতে …

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

যে পথে হাজার কষ্ট বেদনা
ব্যর্থতা নিয়ে আসে,
সে পথেই রোজ ছুটতে মানুষ
বড়ো বেশি ভালোবাসে।

কান্নার নেশা দু'চোখের কোণে
ব্যস্ততা, খোঁজা-খুঁজি,
আজ মানুষ বলতে অভিনয়ে মাখা
হাসিমুখটাকে বুঝি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন