সুদীপ তন্তুবায় নীল

কবিতা - মনখারাপের নদী

লেখক: সুদীপ তন্তুবায় নীল

হারিয়ে গেছে কোন অজানায়
হলুদ ডানার পাখি!
সকাল হলে আসবে না আর
করতে ডাকাডাকি।

ভালোই হবে সেই পাখিটা
ঘুম না ভাঙায় যদি,
খুব গোপনেই আদর দেবে
মন খারাপের নদী।

১২৮
মন্তব্য করতে ক্লিক করুন