বেলা অবেলার স্বপ্ন সাজিয়ে
দু’চোখের কোণে ভাসো,
অভিযোগে নয়, অভিমানী এক
ভালোবাসা হয়ে আসো।
নইলে এসো না, চলে যাবে যদি
মনগড়া অজুহাতে,
অন্য শহরে থেকে যেও তুমি
অন্য কারোর সাথে।
বেলা অবেলার স্বপ্ন সাজিয়ে
দু’চোখের কোণে ভাসো,
অভিযোগে নয়, অভিমানী এক
ভালোবাসা হয়ে আসো।
নইলে এসো না, চলে যাবে যদি
মনগড়া অজুহাতে,
অন্য শহরে থেকে যেও তুমি
অন্য কারোর সাথে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন