সুদীপ তন্তুবায় নীল

কবিতা - পথ ও পথিক

লেখক: সুদীপ তন্তুবায় নীল

কাঁধের পাশে কাঁধ মিলিয়ে
হাঁটতে যাওয়ার শখ,
সুখ খোঁজা সেই মানুষগুলোর
শান্তিতে বন্ধক!

পথেই আছে, তবুও ঠিক
পথের থাকে খোঁজ,
সেই পথিক সাজা মানুষগুলোই
হারিয়ে যায় রোজ।

১৫৪
মন্তব্য করতে ক্লিক করুন