সুদীপ তন্তুবায় নীল

কবিতা - পথ চলাটা অনেক বাকি

লেখক: সুদীপ তন্তুবায় নীল

চোখের ঢেউয়ে ভাসতে রাজি
দুলতে রাজি কানের দুলে।
একলা ঘরে, বুকের ভাঁজে
হাতটা রেখো মনের ভুলে!

বুক ধুক পুক! তোমাকে খুব
জড়িয়ে নিতে ইচ্ছে জাগে।
বলি না ঠিক, হঠাৎ যদি
যাও চলে যাও ভীষণ রাগে!

তখন আমার এই শহরে
কেমন করে একলা থাকি!
থেকেই যেও খুব বাহানায়
আজ পথ চলাটা অনেক বাকি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন